Friday, February 24, 2017

Al Qamar । ক্বামার - চাঁদ

Recitation । তেলাওয়াত

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

١ اِقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
১. কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চাঁদ বির্দীণ হয়ে গেছে!
1. The Hour (of Judgment) is nigh and the moon was cleft asunder.
٢ وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ
২. (এদের অবস্থা হচ্ছে,) এরা কোনো নিদর্শন দেখলে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো হচ্ছে এক চিরাচরিত যাদুকরী (ব্যাপার)।
2. But if they see a sign, they turn away, and say, "This is (but) continuous magic."
٣ وَكَذَّبُوْا وَاتَّبَعُوْا اَهْوَاءَهُمْ ۚ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ
৩. (তারা সত্য) অস্বীকার করে এবং নিজেদের খেয়াল খুশীর অনুসরণ করে চলে, (অথচ) প্রত্যেক কাজের একটি চূড়ান্ত নিষ্পত্তির (সময়) রয়েছে।
3. They reject (the warning) and follow their (own) lusts but every matter has its appointed time.
٤ وَلَقَدْ جَاءَهُمْ مِّنَ الْاَنْبَاءِ مَا فِيْهِ مُزْدَجَرٌ
৪. নিশ্চয়ই এ লোকদের কাছে (অতীত জাতিসমূহের ওপর আযাবের) সংবাদসমূহ এসেছে, (এমন সংবাদ) যাতে (বিদ্রোহের শাস্তির) হুশিয়ারী রয়েছে,
4. There have already come to them such tidings as contain a deterrent,
٥ حِكْمَةٌ بَالِغَةٌ ۖ فَمَا تُغْنِ النُّذُرُ
৫. এগুলো হচ্ছে পুরোপুরি জ্ঞানসমৃদ্ধ ঘটনা, যদিও এসব সতর্কবাণী তাদের কোনোই উপকারে আসে না,
5. A wisdom far-reaching; but (the preaching of) Warners profits them not,
٦ فَتَوَلَّ عَنْهُمْ ۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ اِلٰى شَيْءٍ نُّكُرٍ
 ৬. (হে নবী!) আপনি এদের থেকে মুখ ফিরিয়ে নেন। যেদিন একজন আহব্বানকারী এদের একটি অপ্রিয় বিষয়ের দিকে আহব্বান করবে।
6. Therefore, (O Prophet) turn away from them (And wait for) the Day that the Caller will call (them) to a terrible affair,
٧ خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌ
৭. (সেদিন) তারা অবনত দৃষ্টি নিয়ে (একে একে) কবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে, যেন ইতস্তত বিক্ষিপ্ত পঙ্গ পালের দল,
7. They will come forth, their eyes humbled from (their) graves, (torpid) live locusts scattered abroad,

Updating Please Stay With Me

0 comments:

Post a Comment

Thanks for your comments.